জোনাল ম্যানেজার প্রোফাইল
জনাব শারমিন আকতার বিগত ১৯ই নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) জোনাল অফিস, দিনাজপুর এর জোনাল ম্যানেজার (সহকারী মহাব্যবস্থাপক ) হিসাবে কাজে যোগদান করেন। এর পূর্বে তিনি শাখা অফিস, দিনাজপুরে, শাখা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব শারমিন আকতার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর থেকে B.Sc.Ag(Hons) এবং M.Sc (Genetics & Plant Breeding) ডিগ্রী অর্জন করেন। বিগত ১৬ই জানুয়ারী ২০১২ সালে অত্র কর্পোরেশনে সিনিয়র অফিসার পদে কাজে যোগদান করেন। তিনি সদর দফতরের ঋণ বিভাগ, রিজিওনাল অফিস দিনাজপুর, জোনাল অফিস রংপুর ও শাখা অফিস দিনাজপুরে বিভিন্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। জনাব শারমিন আকতার কর্পোরেশন হতে ২০১৮-২০১৯ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।
তিনি ১৯৮৬ সালের ১৬ই ফেব্রুয়ারী পাক্-পাহাড়পুর, দিনাজপুর-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ফোন-০২৫৮৯৯২৩২৮১ (অফিস)
মোবাইল-০১৫৫০০৫১২৩৯
ই-মেইল-zm.dinajpur@bhbfc.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS