Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জোনাল ম্যানেজার

জোনাল ম্যানেজার প্রোফাইল

জনাব শারমিন আকতার বিগত ১৯ই নভেম্বর ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) জোনাল অফিস, দিনাজপুর এর জোনাল ম্যানেজার (সহকারী মহাব্যবস্থাপক ) হিসাবে কাজে যোগদান করেন। এর পূর্বে তিনি শাখা অফিস, দিনাজপুরে, শাখা ম্যানেজার  হিসেবে দায়িত্ব পালন করেন।


জনাব শারমিন আকতার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর থেকে B.Sc.Ag(Hons) এবং M.Sc (Genetics & Plant Breeding) ডিগ্রী অর্জন করেন। বিগত ১৬ই জানুয়ারী ২০১২ সালে অত্র কর্পোরেশনে সিনিয়র অফিসার পদে কাজে যোগদান করেন। তিনি             সদর দফতরের ঋণ বিভাগ, রিজিওনাল অফিস দিনাজপুর, জোনাল অফিস রংপুর ও শাখা অফিস দিনাজপুরে বিভিন্ন পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। জনাব শারমিন আকতার কর্পোরেশন হতে ২০১৮-২০১৯ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

তিনি ১৯৮৬ সালের ১৬ই ফেব্রুয়ারী পাক্-পাহাড়পুর, দিনাজপুর-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


ফোন-০২৫৮৯৯২৩২৮১ (অফিস)

মোবাইল-০১৫৫০০৫১২৩৯

ই-মেইল-zm.dinajpur@bhbfc.gov.bd